Sunday, December 18, 2016

নিউজিল্যান্ডের মূল ভাবনায় সাকিব আর 'কাটার মাস্টার'





এমনিতেই বদলে যাওয়া বাংলাদেশকে নিয়ে বেশ চিন্তিত নিউজিল্যান্ড। কেবল নিউজিল্যান্ড বললে ভুল হবে, চিন্তিত গোটা ক্রিকেটবিশ্বই।
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে সেই গত বিশ্বকাপের পর আবারও একই মহাদেশ দিয়ে শুরু হলো টাইগারদের বিদেশ যাত্রা। কিউইদের মাথাব্যথার কারণ হতে পারে এমন অনেকেই এবার আছে বাংলাদেশ দলে। তবে তাদের মূল মাথাব্যথার জায়গাটা 'কাটার মাস্টার' মুস্তাফিজুর রহমান এবং বিশ্বের অন্যতম সেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান!

বাংলাদেশের তরুণ পেস সেনসেশন 'দ্য ফিজ' দেশ ও দেশের বাইরে প্রায় সারা ক্রিকেটবিশ্ব মাতিয়ে দিয়েছে। আইপিএলে তাকে বিপুল অংকের অর্থের বিনিময়ে রেখে দিয়েছে গতবারের দল সানরাইজার্স হায়দরাবাদ। তার কাটারের জাদুতে খাবি খেতে খেতে প্যাভিলিয়নে ফিরেছেন বিশ্বের নামকরা ব্যাটসম্যানরা। সেই আইপিএলের কথাই স্মরণ করলেন নিউজিল্যান্ড কোচ মাইক হেসন। তবে অস্ট্রেলিয়ায় দুটি প্রস্তুতি ম্যাচে মুস্তাফিজ বল না করায় তার বোলিং নিয়ে কিছুটা ধন্দে আছে নিউজিল্যান্ড।

হেসন এক সংবাদ সম্মেলনে বলেছেন, ''সে নিঃসন্দেহে বিশ্ব ক্রিকেটে আগামীর সবচেয়ে বড় তারকা। আইপিএলে তার বোলিং দেখে সবাই মুগ্ধ হয়েছে। সে একটা ম্যাচের ভাগ্য ঘুরিয়ে দিতে পারে। তবে ইনজুরি থেকে ফিরে এখন তার বোলিংয়ের ধার কেমন তা মাঠে না নামলে বোঝা যাবে না। ''
শুধু কি মুস্তাফিজ? আরও একজন আছে বাংলাদেশ দলে, যিনি বাংলাদেশ ক্রিকেটের 'পোস্টার বয়'। তিনি বিশ্বের অন্যতম সেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। টানা পঞ্চমবারের মতো যাকে ধরে রেখেছে আইপিএল টিম কলকাতা নাইট রাইডার্স। তাই কিউই বোলারদের অন্যতম প্রধান টার্গেট থাকবে সাকিব তা কোচের কথাতেই স্পষ্ট। হেসন বললেন, "সাকিব আল হাসান বিশ্বসেরাদের একজন। তার বাঁ হাতি স্পিন আর মিডল অর্ডারে ধ্বংসাত্মক ব্যাটিংয়ের যেকোন



একটিই খেলার মোড় ঘুরিয়ে দিতে যথেষ্ট। "


উল্লেখ্য, মুস্তাফিজের মতো সাকিব আল হাসানও অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ম্যাচ খেলেননি। তবে ইংল্যান্ডের বিপক্ষে বল হাতে জ্বলে উঠতে দেখা গেছে সাকিবকে। তবে বিপিএলে রানবন্যা বইয়ে দেওয়া তামিম ইকবালের কথা আশ্চর্যজনকভাবেই উঠে আসেনি কিউই কোচের মুখে!