Wednesday, November 30, 2016

bcs question collection

কিছু সাধারন জ্ঞান :

১. বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম একুশে পদক পান কবে?
২. ‘তুমি অধম-তাই বলিয়া আমি উত্তম না হইব কেন’-রচয়িতা কে?
৩. সওগাত পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন কে?
৪. ‘সৌদামিনী মালো’ গল্পের রচয়িতা কে?
৫. টেস্টে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন কে?
৬. খাদ্যশস্য উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
৭. ইউনিক্স কী?
৮. আঙুলের ছাপ নিয়ে ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তির নাম কী?
৯. হার্ডড্রাইভের ডিস্কটি প্রতি মিনিটে কতবার ঘোরে?
১০. ভিডিও কনফারেন্স কী?
১১. মানুষের শরীরে কত জোড়া ক্রোমোসোম রয়েছে?
১২. ইন্টারনেটে অ্যাকাউন্ট গ্রহণকারীদের কী বলা হয়?
১৩. জীবনযাত্রার মানের দিক থেকে ঢাকার অবস্থান কততম?
১৪. বাক্য দাঁড়ি (।) থাকলে কতক্ষণ থামতে হয়?
১৫. সোনাদিয়া দ্বীপের আয়তন কত?
১৬. Big Apple বলা হয় বিশ্বের কোন শহরকে?
১৭. ‘বর্ণ পরিচয়’-এর রচয়িতা কে?
১৮. আবদুল মান্নান সৈয়দের ছদ্মনাম কী?
১৯. কার্ল মার্কস মৃত্যুবরণ করেন কোথায়?
২০. দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায়?
উত্তর
১. ১৯৭৬ সালে।
২. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
৩. মোহাম্মদ নাসির উদ্দিন।
. শওকত ওসমান
৫. ম্যাককালাম, ৫৪ বলে (টেস্টে সবচেয়ে বেশি ছক্কায়ও তাঁর, ১০৭টি)।
৬. দশম।
৭. একটি অপারেটিং সিস্টেম।
৮. বায়োমেট্রিক্স।
৯. ৫,৪০০ থেকে ৭,২০০ বার।
১০. ইন্টারনেটের মাধ্যমে দুইয়ের অধিক ব্যক্তির মাঝে একই সময়ে অডিও-ভিডিও (অডিও ভিজ্যুয়াল) যোগাযোগব্যবস্থাকে ভিডিও কনফারেন্সিং বলে।
১১. ২৩ জোড়া।
১২. নেটিজেন।
১৩. ২৩০টি শহরের মধ্যে ২১৪তম; এক নম্বরে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা।
১৪. ১ সেকেন্ড।
১৫. ৯ বর্গ কিলোমিটার।
১৬. যুক্তরাষ্ট্রের নিউইয়র্ককে।
১৭. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
১৮. অশোক সৈয়দ।
১৯. যুক্তরাজ্যে।
২০. হাঁড়িয়া

Collected, Prothom alo

No comments:

Post a Comment